সোমবার ১৮ আগস্ট ২০২৫ - ১১:৫১
নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে অচলাবস্থা তেল আবিবের, ৪০ জন গ্রেপ্তার

দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নেতানিয়াহু বিরোধী এক নজিরবিহীন গণবিক্ষোভে লাখো মানুষ অংশ নিয়ে অবিলম্বে যুদ্ধবন্দিদের মুক্তি এবং গাজায় যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে।

হাওজা নিউজ এজেন্সি: কাতারের আল-জাজিরার বরাতে জানিয়েছে, ইসরাইলি বন্দিদের পরিবারের সংগঠন এক বিবৃতিতে জানিয়েছে—আজ সারা ইসরাইল জুড়ে আয়োজিত এ প্রতিবাদে এক মিলিয়নেরও বেশি মানুষ অংশ নেয়।

ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তেলআবিবে বিক্ষোভকারীদের সঙ্গে দখলদার পুলিশের তীব্র সংঘর্ষ হয়েছে। এ সময় অন্তত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, ইসরাইলের চ্যানেল ১২ জানিয়েছে, ক্ষুব্ধ বিক্ষোভকারীরা নেতানিয়াহুর মন্ত্রিসভা ও শাসক দল লিকুদ পার্টির কার্যালয়ের উদ্দেশে মিছিল নিয়ে যাত্রা করেছে।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha